দোহার নবাবগঞ্জে শীতে বাজারে দামে আগুন

363

রাতে হালকা ঠান্ডা আর সকালে কুয়াশা। প্রকৃতিতে নিজের আহমনী বার্তা ঘোষনা দিচ্ছে শীত। সেই সাথে বাজারেও উঠতে শুরু করেছে শীতের সবজী। দোহার-নবাবগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শীতের সবজীর প্রাচুর্য।

দোহার-নবাবগঞ্জে শীত এখনো পুরোদমে না পড়লেও রাতে বেশ ঠান্ডা ও সকালে কুয়াশা পড়ে। প্রকৃতিতে বাজছে শীতের আগমনী বার্তা। বাজারে উঠতে শুরু করেছে শীতের বিভিন্ন সবজী। মুলা, ফুলকপি, বাধাকপি, গাজর, টমেটো, শিম, ধনেপাতা, বরবটি সহ আরো শীতের সবজী। এখনো পুরোপুরি শীতের সবজী না উঠায় দাম এখনও একটু বেশি এই সবজীর।

দোহার-নবাবগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে এই সবজী গুলোর দামের তারতম্যও দেখা যায়। জয়পাড়া বাজার ঘুরে দেখা গেছে মাঝারি সাইজের একটা ফুলকপি ৩০ টাকা, শিম ৬০ টাকা, মুলা ৩০ টাকা, টমেটো ১০০ টাকা, আলু (নতুন) ৩৫ টাকা। সবজী বিক্রেতার সাথে কথা বলে জানা যায় এখনো মৌসুম শুরু না হওয়ায় দাম এখনও একটু বেশি। যোগান বাড়ার সাথে সাথে সবজীর দামও কমে যাবে।

আপনার মতামত দিন