বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, টানা ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই এই উন্নয়ন হয়েছে।
সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের নবীনবরণ ও বই উৎসব অনুষ্ঠানে আজ শনিবার প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন সালমান এফ রহমান।
সালমান এফ রহমান বলেন, ‘যদিও স্বাধীনতার পর আমরা গরিব ছিলাম। তখন যারা ক্ষমতায় ছিল তারা চাইত এটা যেন ভিক্ষুকের দেশ থাকে। আমি বলেছিলাম, আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। তখন বিএনপির এক নেতা আমাকে ধমক দিয়ে বলেন, তুমি এমন কথা বললে বিদেশি অর্থায়ন বন্ধ হয়ে যাবে।’
টানা ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে বলে মন্তব্য করেন সালমান এফ রহমান। তিনি বলেন, ‘বিদেশে গেলে এখন প্রাউড ফিল করি। সবাই জানে বাংলাদেশ এখন কোন উচ্চতায় পৌঁছে গেছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, ‘আমাদের বয়স হয়ে গেছে, বিদায় নিতে হবে। পরবর্তী দায়িত্ব তোমাদের। তোমাদের মধ্যেই হয়ত বসে আছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী।’
দেশ স্মার্ট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন কি-প্যাডে প্রেস করলেই পৃথিবীর সব তথ্য পাওয়া যায়। তোমরা সহজেই শিখে নিতে পারছ সব।’
এ সময় সরকারি খরচে পড়াশোনাসহ কলেজের যত দাবি আছে তা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন সালমান এফ রহমান। তিনি দ্রুত কলেজটির অ্যালামোনাই অ্যাসোসিয়েশন করার তাগিদ দেন।