বাংলাদেশে আইএস বলতে কিছু নেই: নবাবগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

516
বাংলাদেশে আইএস বলতে কিছু নেই: নবাবগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শিয়া মসজিদে হামলা, পুরোহিত হত্যা, খৃস্টান ধর্মযাজক হত্যার চেষ্টা কারা করেছে। আইএস কোথায়? আমরা দেখতে চাই। আসলে বাংলাদেশে আইএস বলে কিছু নেই, এটি ষড়যন্ত্র। রবিবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গালিমপুর ও বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এক সময়ে সারাদেশে বিশৃঙ্খলা লেগেই থাকতো। থানাগুলোতে মাসে ৩০/৪০টি মামলা রুজু হতো। ইদানিং থানাগুলোতে মামলার হার কমে প্রতিমাসে নেমে এসেছে ৩ থেকে ৪টিতে । এতে বোঝা যাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। এটি সম্ভব হয়েছে দেশের জনগণের সহযোগিতায়। আপনারা সহায়তা না করলে তা সম্ভব হতো না। তাই এখন পুলিশ বাহিনীর শ্লোগান ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’।
তিনি বলেন, দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম সফল রাষ্ট্র পরিচালক তাদের মধ্যে জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্বের ১৩ জন যোগ্য নেতাদের একজন। তার দক্ষ রাষ্ট্র পরিচালনায় দেশ আজ উন্নতির দিকে এগিয়ে চলছে। এ উন্নতি অব্যাহত থাকলে আমরা আশা করছি ২০২১ সালে নয় ২০১৯ সালেই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
পুলিশ বাহিনীর আরো সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় রয়েছে। পুলিশের দক্ষতা বাড়াতে পুলিশকে ঢেলে সাজানো হবে বলে তিনি জানান। এসময় তিনি এ অঞ্চলে বিমানবন্দর নির্মাণে এলাকাবাসীর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে জানানোর আশ্বাস দেন।
ঢাকা জেলা পুলিশ আয়োজনে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন- ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।
আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি পিনু খান, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক অসীম সরকার, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আহসান, ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান, দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত দিন