আজ বাঁশের তেলই: ধামাইল ২ ফেব্রুয়ারি

360

আজ থেকে শুরু হচ্ছে নুরুল্লাহপুর ফকির বাড়ির ঐতিহ্যবাহী ওরশের আনুষ্ঠানিকতা। বাঁশের তেলই দেয়ার মাধ্যমে আজ থেকে শুরু হয়ে যা পূর্ণতা পাবে আগামী ২ ফেব্রুয়ারী ধামাইলের মাধ্যমে। প্রায় ৪১২ বছরের পুরোনো এই ওরশের এবার পা রাখছে ৪১৩ তম বছরে।

প্রতি বছরের মতো এবারও এই ওরশকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী মেলা। আর ওরশে অংশ নিতে দূরদূরান্ত থেকে হাজির হচ্ছে নুরুল্লাহপুর ফকির বাড়ির ভক্তবৃন্দ। 

এদিকে ওরশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যাপারে পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক। 

আপনার মতামত দিন