বর্ণিল আয়োজনে দোহার-নবাবগঞ্জে বিজয় দিবস উদযাপিত

404

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপোধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবস পালন শুরু হয়। এরপর বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন, দোহার- নবাবগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সামাজিক সাস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

দিবসটি উপলক্ষ্যে সকাল ৮ঃ৩০ টায় দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন বিজয় শোভাযাত্রা বের করে। এরপর ভার্চুয়াল মাধ্যমে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের এমপি সংসদ সদস্য সালমান এফ রহমান।

এসময় সালমান এফ রহমান বলেন, প্রথমে তিনি দোহার ও নবাবগঞ্জ উপজেলাবাসীকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। বিজয়ের মাসে শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায়, আমাদের আরেকটি বিজয় অর্জন হলো

সালমান এফ রহমান এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর সকল স্বপ্নকে একের পর এক বাস্তবে রূপ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্য খবর  ”নবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) স্হাপন” শীর্ষক প্রকল্পের ভবনসহ ও অন্যান্য অবকাঠোর নির্মাণ কাজ শুরু

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাহউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাবেক সাংসদ ও সাবেক গণপরিষদ সদস্য আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক আবু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যন তাবির হোসেন খান পাভেল, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলম, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আসাদুজ্জামান জনি প্রমুখ।

অন্য দিকে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ নাইমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ প্রমুখ।

আপনার মতামত দিন