বর্ণমালা বিদ্যালয়ের শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরন

327
বর্ণমালা বিদ্যালয়

 

বর্ণমালা বিদ্যালয়’ এর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দভ্রমন ও উপহারস্বরুপ শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

দোহার – নবাবগঞ্জের তরুণ প্রজন্মের উদ্যোগে চালু হওয়া বর্ণমালা বিদ্যালয়ের শিশুদের নিয়ে গতকাল ০৯ জানুয়ারী (বুধবার) “ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন” এর সহযোগিতায় বর্ণমালা বিদ্যালয়ের শিশুদের নিয়ে নবাবগঞ্জের কলাকোপায় অবস্থিত প্যালেস পার্কে আনন্দভ্রমন ও উপহারস্বরুপ শীতবস্ত্র প্রদান সফলভাবে সম্পন্ন হয়েছে।

বর্ণমালা বিদ্যালয়

মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বস্ত্র। তীব্র শীতে সারাদেশ যখন কাঁপছে, তখন সুবিধাবঞ্চিত এই শিশুগুলো ও তাদের পরিবারগুলোই শীতবস্ত্রের অভাবে ভুগছে।

বর্ণমালা বিদ্যালয়

সে অভাব খানিকটা ঘোচাতে “ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন” এর সহযোগিতায় বর্ণমালা বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে শীতের জামা ও কম্বল প্রদান করা হয়।

“বর্ণমালা বিদ্যালয়ের অঙ্গীকার,

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার”

 

বর্ণমালা বিদ্যালয়

আপনার মতামত দিন