বরিশালে বিএনপির পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ

6
বরিশালে বিএনপির পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ

সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে পদযাত্রা সফল করতে বরিশালে লিফলেট বিতরণ করেছে মহানগর ও জেলা বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার সারা দেশের সব জেলা ও মহানগরীতে এই পদযাত্রা আহবান করেছে বিএনপি। এই কর্মসূচি সফল করতে সোমবার বরিশাল নগরীতে লিফলেট বিতরণ করেন তারা।

সোমবার সকাল ১১টার দিকে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল জাহিদুল কবিরের নেতৃত্বে সদর রোডসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

অপরদিকে  জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিনের নেতৃত্বে জেলার নেতাকর্মীরা কাঠপট্টি ও লাইন রোড সহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা মঙ্গলবার জেলা ও মহানগর বিএনপির পদযাত্রায় অংশগ্রহণের জন্য সর্বসাধারনের প্রতি আহবান জানান।

আপনার মতামত দিন