বন্যা করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে ঢাকা জেলা পরিষদ

91
ঢাকা জেলা পরিষদ

শনিবার ( ৩ রা অক্টোবর) সকাল ১১টায় ঢাকার দোহারে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে অসহায় দুস্থ পরিবারের মাঝে উপজেলার কবি নজরুল বালিকা বিদ্যালয়ে এ অনুদানের চেক বিতরন করা হয়েছে।  দোহার – নবাবগন্জের মোট ৪১ টি পরিবারের মাঝে এই নগদ অর্থ সহায়তা বিতরন করা হয়। দোহারের ২২ টি পরিবার এবং নবাবগন্জের ১৯ টি পরিবারের মাঝে অনুদানের চেক বিতরন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান।

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বলেন, দোহার নবাবগঞ্জের  বিভিন্ন এলাকার লোক মহামারী করোনা ভাইরাস এবং বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। আমি বন্যায় মানুষের মাঝে বিপুল পরিমানে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছি, আমার ব্যাক্তিগত তহবিল সহ জেলা পরিষদের অর্থায়নে।

এই সময় অসহায় দুস্থ পরিবারের  ক্ষতির পরিমান বিবেচনায় রেখে  দশ হাজার এবং কাউকে  বিশ হাজার টাকার অনুদানের  চেক তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ মোঃ শাহজাহান মোল্লা, সভাপতি নারিশা ইউনিয়ন আওয়ামীলীগ শেখ মোঃ শাহাবুদ্দিন,  যুবলীগ নেতা মোস্তফা মোল্লা,নারিশা ইউনিয়ন আওয়ামীলীগ হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

আপনার মতামত দিন