বন্যা ও কোরবানি সামনে রেখে দোহারে বাড়ছে পেয়াজ-রসুনের দাম

567
বন্যা ও কোরবানি সামনে রেখে দোহারে বাড়ছে পেয়াজ-রসুনের দাম

ঢাকার দোহারে বন্যা এবং কোরবানিকে সামনে রেখে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর। ইতোমধ্যে সাধারণের নাগালের বাইরে চলে গেছে পেয়াজের দাম। গত দুইমাসে পেয়াজের দাম বৃদ্ধির বর্তমান অবস্থা সাধারণ মানুষকে কিছুটা চিন্তাবিদ করে তোলেছে। দোহারের কয়েকটি বাজার পরিদর্শনে দেখা যায় ৪৫-৫০ টাকায় প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে। যা অল্পকিছুদিন আগে ছিলো ২০-৩০ টাকার মধ্যে।

নারিশা বাজারের পাইকারি কাঁচামাল ব্যবসায়ী মো: সালাউদ্দিন জানান, বর্তমানে পেয়াজের পাইকারি ৪২-৪৩ টাকা যা খুচরা বিক্রি করা হয় ৪৮-৫০ টাকায়। পেয়াজের দাম হঠাৎ বৃদ্ধিতে ক্রেতার সংখ্যা কমেছে অনেক। চাহিদার চেয়ে যোগান বেশি থাকা সত্তেও দাম বৃদ্ধির ফলে ক্রেতার সংখ্যা কমেছে।

অন্যদিকে আদার পূর্ব মূল্য ছিলো, চায়না আদা ১৩০-১৪০ টাকা যা বর্তমানে ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে এবং দেশি আদা ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। পেয়াজের দাম উর্ধ্বমুখী হলেও আদার দামে রয়েছে কিছুটা স্বস্তি।

পেয়াজ ও আদার দাম পরিবর্তিত হলেও স্থিতিশীল রয়েছে রসুনের বাজারদর। বর্তমানে দেশি রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০-৮০ টাকায় এবং ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়।

কোরবানি ঈদ এবং বন্যার কারনে কাঁচাবাজারের বাজারদর কিছুটা বৃদ্ধি হওয়াতে শঙ্কিত আছে দোহারের সাধারণ ক্রেতাসাধারণ।

আপনার মতামত দিন