আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। রোববার (৯ জুলাই) বজ্রসহ টানা বৃষ্টিতে প্লাবিত হলো হাডসন নদীর উপত্যকা। খবর রয়টার্সের।
নিম্নাঞ্চলে ভূমিধসের পাশাপাশি দেখা দেয় আকস্মিক বন্যা। ভেসে গেছে রকল্যান্ড, পুটনাম ও অরেঞ্জ কাউন্টি। আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, অঞ্চলটিতে একদিনে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ কারণে নদীর পানি উপচে পড়েছে। দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতির।
নিরাপত্তার স্বার্থে বহু এলাকায় সড়ক বন্ধ করেছে পুলিশ। জারি করেছে জরুরি সতর্কতা। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাবার নির্দেশ দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের ওপরও দিয়েছে নিষেধাজ্ঞা।
আপনার মতামত দিন