বদরউদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে বাবু নির্মল রঞ্জন গুহের শোক প্রকাশ  

660
বদরউদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে বাবু নির্মল রঞ্জন গুহের শোক প্রকাশ  

সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। আজ সকালে তিনি এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তিনি বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব বদর উদ্দিন আহমদ কামরান বিগত রাত ২.৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তৃনমূল থেকে উঠে আসা দেশরত্ন শেখ হাসিনা’র বিশ্বস্ত সহযোদ্ধা জনাব বদর উদ্দিন আহমদ কামরান এর নমুনা পরীক্ষার পর তাঁর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাঁকে প্রথমে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। তার এই অকাল মৃত্যুতে দেশ্ন হারালো একজন দেশপ্রেমিককে ও আওয়ামী লীগ হারালো একজন সহযোদ্ধাকে।  জনাব বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

আপনার মতামত দিন