বঙ্গমাতার জন্মবার্ষিকীতে নির্মল – বাবুর শ্রদ্ধা নিবেদন

119

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন বার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দোহার নবাবগঞ্জ এর সন্তান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজাল বাবু। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দীন নাসিম সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

নির্মল রঞ্জন গুহ বলেন, বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে শুধু বাঙালির জাতির পিতাই হননি, তিনি ছিলেন বিশ্ববরেণ্য রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। আর এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারই সহধর্মিণী ও বাঙালির মুক্তি সংগ্রামের সহযোদ্ধা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। তার প্রত্যক্ষ ভূমিকার কারণেই আমরা একটা স্বাধীন দেশের পতাকা পেয়েছিলাম।

আপনার মতামত দিন