বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ: সালমান এফ রহমান

74

শরিফ হাসান,নিউজ৩৯ঃ ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশকে কল্পনাই করা যায় না। বংগবন্ধু মানেই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। ছাড়া বাংলাদেশকে কল্পনাই করা যায় না।
তিনি আরও বলেন, বংগবন্ধুর পরিকল্পনাকে কাজে লাগিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ আজ বিশ্বের বুকে এক অনন্য উচ্চতায় দাঁড়িয়েছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বেই এসব কিছু সম্ভব হয়েছে।
মংগলবার দুপুর ১১টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে উপজেলা আব্দুল ওয়াছেক মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত ম্যুরাল উদ্বোধন এবং বঙ্গবন্ধু নবাবগঞ্জ পদার্পণের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আপনার মতামত দিন