বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে নবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

446
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে নবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে নবাবগঞ্জে স্মরনকালের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের হয়ে নবাবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতির জন্য ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে আয়োজিত এই শোভাযাত্রায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো অংশ নেয়। শোভাযাত্রাকে কেন্দ্র করে নবাবগঞ্জের প্রাণকেন্দ্র উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে নবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

এই আয়োজিত শোভাযাত্রায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জ্বল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব পত্তনদার প্রমুখ।

আপনার মতামত দিন