ফুলতলায় ব্যবসায়ীর গলাকাঁটা লাশ উদ্ধার

392

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ : গতকাল বেলা সাড়ে তিনটার দিকে দোহার উপজেলার ফুলতলা বাজারের কাছে ধীৎপুর ব্রিজের নিচে শাহাদাৎ হোসেন(২২) নামে এক ব্যবসায়ীর গলাকাঁটা লাশ পাওয়া যায়। এই সময় লাশের গায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায় গতকাল দুপুর সাড়ে তিনটার দিকে ধীৎপুর ব্রিজের নিচে শাহাদাৎ হোসেনের লাশ পড়ে থাকতে দেখা যায়। এসময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়। নিহত শাহাদাৎ হোসেন দোহার খালপাঁড় গ্রামের ফজর আলি মৃধার সন্তান। পুলিশ জানায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।, এবং খুনের মোটিভ সম্পর্কে তারা নিশ্চিত নন । পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানান দোহার থানা।

আপনার মতামত দিন