ফুটবল উন্নয়নে সাহায্যের প্রতিশ্রুতি ব্রাজিল রাষ্ট্রদূতের

110
ফুটবল উন্নয়নে সাহায্যের প্রতিশ্রুতি ব্রাজিল রাষ্ট্রদূতের

ব্রাজিলের রাষ্ট্রদূতের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সাবেক ফুটবলাররাবাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা দেখে মুগ্ধ ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র। শুক্রবার নারায়ণগঞ্জের ‘ব্রাজিল বাড়ি’তে বসে ব্রাজিলের জয়োৎসবের সাক্ষী হয়েছেন তিনি। আর শনিবার বাফুফে ভবনে গিয়ে বাংলাদেশের ফুটবল উন্নয়নে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ব্রাজিলের গ্লোবো টিভির তিন প্রতিনিধি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘বাংলাদেশের ফুটবল উন্নয়নে সাহায্য করতে আগ্রহী ব্রাজিলের রাষ্ট্রদূত। একাডেমি সহ বিভিন্ন বিষয়ে সাহায্য নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে আমাদের।’

গত বুধবার ব্রাজিলিয়ান দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে কিংবদন্তি ফুটবলার জিকোর ঢাকায় আসার সম্ভাবনার কথা বলেছিলেন রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র। বাফুফে ভবনেও একই কথা বলেছেন তিনি। বাফুফে সাধারণ সম্পাদক বললেন, ‘রাষ্ট্রদূত আমাদের বলেছেন, ব্রাজিলের ফুটবল কিংবদন্তি জিকো বাংলাদেশে আসতে পারেন।  বিশ্বকাপের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

বাফুফে ভবন থেকে সাবেক ফুটবলারদের সংগঠন ‘সোনালী অতীত’-এর কার্যালয়ে যান ব্রাজিলের রাষ্ট্রদূত। সাবেক তারকা ফুটবলার এবং বাফুফে সদস্য শেখ মোহাম্মদ আসলাম বলেছেন, ‘আমাদের ফুটবলের সোনালী অতীতের কথা তাকে বলেছি। আমাদের কথা শুনে রাষ্ট্রদূত একটু অবাক হয়েছেন, এ দেশের ফুটবল-ঐতিহ্য সম্পর্কে জেনে খুশিও হয়েছেন। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।’

আপনার মতামত দিন