ফিলিস্তিনে হত্যার প্রতিবাদে দোহারে বিক্ষোভ মিছিল

291

সবুজ/তানজিম: “ফিলিস্তিনে হামলা কেন, আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই। ইসরাইল আগ্রাসন বন্ধ কর , করতে হবে; বিপন্ন মানবতা লুপ্ত কেন, বিশ্ববিবেক জবাব চাই।” শ্লোগানে- প্রতিবাদে ঢাকা জেলার দোহারেওবিক্ষোভ মিছিল হয় । ওলামা – মাশায়েখ পরিষদের উদ্দোগ্যে সকল দলমত নির্বিশেষে শুক্রবার বাদ জুম্মা উপজেলা মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি জয়পাড়া বাজার ও বাজার মসজিদ প্রদক্ষিণ করে জয়পাড়া কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয় ।

এসময় বক্তারা বলেন ,সারা পৃথিবীর সকল মানুষকে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে । ইসরাইলী পণ্য বর্জনের মাধ্যমে ইসরাইলের উপর অর্থনৈতিক চাপ তৈরি করতে হবে । আসুন আমরা সর্বত্বঃভাবে ইসরাইলের উপর চাপ প্রয়োগ করি , ঘৃণা করি । মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া এই অবৈধরাষ্ট্রকে উচ্ছেদ্বের জন্য আন্তর্জাতিক মহলে নিকট আহবান জানান । 

আপনার মতামত দিন