ফিলিপাইন, চীন ও তাইওয়ানে টাইফুন ডকসুরি’র তাণ্ডবে নিহত অন্তত ৩৯

14
ফিলিপাইন, চীন ও তাইওয়ানে টাইফুন ডকসুরি’র তাণ্ডবে নিহত অন্তত ৩৯

ফিলিপাইন, চীন ও তাইওয়ানে প্রলয়ংকারী টাইফুন ডকসুরির তাণ্ডবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৯ জনে। শুক্রবার (২৮ জুলাই) আঘাত হানা এ টাইফুনের প্রভাবে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এ দেশগুলো।

জানা গেছে, এ টাইফুনের প্রভাবে এখনও ভারী ঝড়বৃষ্টি চলছে চীনের ফুজিয়ান ও ঝেজিয়াং প্রদেশে। অঞ্চলগুলোতে ক্ষতিগ্রস্ত ৭ লাখের বেশি বাসিন্দা। চার লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। তলিয়ে গেছে ঘরবাড়ি এবং বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠ। গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে ক্ষতিগ্রস্ত অনেক এলাকার সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। এখন পর্যন্ত ৭০ লাখ ডলারের ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, ডকসুরির প্রভাবে তাইওয়ানেও চলছে ভারী ঝড়-বৃষ্টি। এতে প্রাণ হারিয়েছেন একজন। গুরুতর আহত আরও ৬৮ জন। প্রায় তিন লাখ বাড়ি হয়ে পড়েছে বিদ্যুতবিচ্ছিন্ন।

 

আপনার মতামত দিন