ফরিদপুরে দোহারের তরুনীকে শ্বাসরোধে করে হত্যা করলো স্বামী

280

ফরিদপুরে স্ত্রী শিখা বেগমকে (৩০) শ্বাসরোধে হত্যার পর ৩ সন্তান নিয়ে পালিয়ে গেছে স্বামী সজিব সরকার। সোমবার সকালে সদর ইউনিয়নের আলিয়াবাদ ইউনিয়নের চরকমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়ীর মালিক ব্যাংক কর্মকর্তা মো: কামরুল ইসলাম জানান, দোহার উপজেলার বাইপাড়া গ্রামের অজিত সরকার ২ মাস আগে স্ত্রী শিখা বেগম ও তিন সন্তান শুভ (০৮), সোহাগ (০৫) এবং সেলিম (০২) কে নিয়ে বাড়ী ভাড়া নিয়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। আজ সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে শিখাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এরপর থেকে স্বামী ও সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছেনা বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আজ বেলা সাড়ে ১১টার দিকে শিখার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

আপনার মতামত দিন