ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে বাস উল্টে সুপারভাইজার নিহত

29
ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে বাস উল্টে সুপারভাইজার নিহত

ফরিদপুরের নগরকান্দায় ঢাকাখুলনা মহাসড়কে চলন্ত বাস উল্টে বাসের সুপারভাইজার রাজন ব্যাপারী (৩২) নিহত হয়েছেন। ঘটনায় আরও কয়েকজন আহত হয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চরযশোরদি ইউনিয়নের গজারিয়া স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

রাজন ব্যাপারী মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের মুকসুদপুরগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গজারিয়া স্ট্যান্ডের কাছে চলন্ত অবস্থায় মহাসড়কে উল্টে যায়। এ সময় বাসের সুপারভাইজার রাজন ব্যাপারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত দিন