ফরাক্কা ব্যারেজের ছবি তোলায় দুই বাংলাদেশি আটক

627

ফরাক্কা ব্যারেজের ছবি তোলা নিষিদ্ধ। এ কথা ব্যারেজের বিভিন্ন জায়গাতেও লেখা রয়েছে। কিন্তু, এর পরও নিরাপত্তা কর্মীদের আড়াল করে ছবি তুলতে গিয়ে গ্রেপ্তার হন দুই বাংলাদেশি। এই নিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। গত ৬ মার্চ সোমবার ফরাক্কা বাঁধের ৫৫-নম্বর গেটের কাছে কর্তব্যরত জওয়ানদের নজর এড়িয়ে দুই বাংলাদেশি গোপনে বাঁধের ছবি তুলছিলেন। সে সময় কর্তব্যরত সিআইএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় দুইজনকে কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়। সিআইএসএফ-এর উচ্চতর আধিকারিক দুই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করলে কথায় একাধিক অসঙ্গতি মেলে বলে জানা যায়।

জানা গিয়েছে, গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির নাম মহম্মদ জিয়াউর রহমান ও আব্দুর রজ্জাক। এরা বাংলাদেশের নবাবগঞ্জের বাসিন্দা। কী উদ্দেশে তারা রেলরুটের ভিডিও তুলেছে, তা নিয়ে তারা কোনও সদুত্তর দিতে পারেনি। পরে দুই বাংলাদেশিকে ফরাক্কা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোনও হামলা বা নাশকতা চালানোর জন্যই এই ছবিগুলো তোলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

আপনার মতামত দিন