শনিবার বিকালে ফজলুর রহমানের ফাউন্ডেশনের পক্ষ থেকে দোহারের চরাঞ্চলের হত দরিদ্রদের মাঝে ৫০টি ও ১০০টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে। ফজলুর রহমান ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে চরাঞ্চলে দারিদ্র বিমোচনের লক্ষ্যে এই দুগ্ধজাত গরু ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ফজলুর রহমান ফাউন্ডেশনের সচিব আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ.রহমান।
প্রধান অতিথির বক্তব্য সালমান এফ রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দারিদ্র বিমোচনে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। বিগত সময়ের বাংলাদেশের চেয়ে বর্তমান সময়ের বাংলাদেশ অনেক এগিয়ে। দারিদ্রতা বিমোচনে আমাদের অবস্থান এখন ৬০ ভাগ থেকে ১৮ এ নেমে এসেছে। প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে বাংলাদেশ এখন উন্নয়ন দেশের তালিকায় স্থান পেয়েছে।