প্লাবিত হচ্ছে দোহার

476
প্লাবিত হচ্ছে দোহার

মঙ্গলবার সন্ধ্য থেকে দোহারের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। আগামী তিন দিন পদ্মা নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ফলে দেশের মধ্যাঞ্চলে বড় বন্যার আশঙ্কা করা হচ্ছে। আর এতে আতংকিত হয়ে পড়েছে দোহার-নবাবগঞ্জের অধিবাসীরা। মংগলবার সন্ধ্যায় দোহারের মাঝির চর, কাজির চর, ধোয়াইর, নারিশা পশ্চিম চরের কিছু অংশ প্লাবিত হয়েছে। এদিকে নবাবগঞ্জের কাশিয়াখালী বেড়ি বাধে পানির তীব্র চাপ সৃষ্টি হওয়ায় আতংকিত হয়ে পড়েছে শিকারিপাড়া, বারুয়াখালী ও বান্দুরা ইউনিয়নের জনগণ। এই বাঁধ ভেঙে গেলে দোহার নবাবগঞ্জের প্রায় দেড় লক্ষ মানুষ পানি বন্দী হয়ে পড়বে।

এদিকে বন্যার পানি আসছে রাজধানী ঢাকার দিকেও। আর উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রসহ বিভিন্ন সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

আপনার মতামত দিন