দোহারে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনায় প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে

597

আসিফুর রহমান ♦ ৩১ মে অনুস্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন দোহারের ৮ টি ইউনিয়নের মাঝে ৬ টি ইউনিয়নে অনুস্ঠিত হবে। সীমানা সংক্রান্ত জটিলতার কারনে রাইপাড়া ও সুতারপাড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে। ৬ টি ইউনিয়ন হলো নয়াবাড়ী,কুসুমহাটি, বিলাসপুর, মাহমুদপুর, নারিশা ও মুকসুদপুর। এই ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য ৩৭ জন প্রার্থী প্রতিদন্দ্বীতা করবেন। নির্বাচনের বাকি আছে আর মাত্র এক সপ্তাহের কিছু বেশী সময়। এখন তুঙ্গে উঠেছে নির্বাচনী প্রচারনা। প্রার্থীরা ছুটে বোড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামে। নির্বাচনী এই প্রচারনা প্রার্থীরা চালিয়ে যাবেন। শেষ মূর্হত পর্যন্ত তারা এগিয়ে থাকতে চান তাদের প্রতিদন্দ্বীদের থেকে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তানা ছুটে বেরাচ্ছেন ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত।অংশ নিচ্ছেন বিভিন্ন উঠান বৈঠকের। তারা আলোচনা করছেন সাধারণ মানুষদের সাথে। তাদের বলেছেন তার  বিভিন্ন প্রতিশ্রুতির কথা। তেমনি শুনছেন তারা শুনছেন ইউনিয়নের বাসীর প্রত্যাশার কথা। প্রার্থীরা চেষ্টা করছেন যত বেশী সম্ভব ভোটারদের কাছে

এদিকে ১৬ তারিখে প্রার্থীদের প্রতীক বিতরণ করা হলে নির্বাচন পেয়েছে নতুন আমেজ। পোস্টারে পোস্টারে সয়লাব হয়ে গেছে এলাকাগুলো। রশিতে পোস্টারে লাগিয়ে তা ঝুলিয়ে দেয়া হচ্ছে রাস্তায়। রাস্তাঘাটে ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। প্রত্যেক প্রার্থীই নির্বাচন আচরণ বিধির ব্যাপারে যথেস্ট সর্তকতা অবলম্বন করেছেন। যাতে কেন প্রার্থী তার বিরুদ্ধে কোন অভিযোগ না করতে পারে। তাই এখন পর্যন্ত নির্বাচনী বিধির কোন লঙ্ঘন কোথাও দেখা যায় নি।sf

আপনার মতামত দিন