প্রাথমিক সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ

72

রোববার প্রাথমিক সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর। তিন পার্বত্য জেলা (খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি) ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সব জেলার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রযোজ্য। তবে এ দুই বিভাগে কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য আবেদন গ্রহণ ২৪ জুন থেকে চলবে ৮ জুলাই পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ যেকোনও বিষয়ে স্নাতক পাস।

বয়সসীমা: প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কোটায় ৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমায় থাকলেও আবেদন করা যাবে।

বেতন স্কেল: টাকা ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড ১৩)

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ২২০ টাকা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

উল্লেথ্য প্রথম ও দ্বিতীয় ধাপের আবেদন শেষ হলেও এখনো পরীক্ষার তারিখ প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আপনার মতামত দিন