ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাত গ্রেফতার

236

ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের টহল দলের কাছে গ্রেফতার হয়েছে ডাকাতদলের ৪ সদস্য। দোহার থানার এ.এস.আই রফিকুল ইসলাম লিটন এই ডাকাতদের গ্রেফতার করা হয়।

শুক্রবার রাত ১২.২০ টায় বাশতলার নাগের কান্দায় টহল দেয়ার সময় সন্দেহভাজন ৪ জনের গতিরোধ করে চেক করা হলে তাদের কাছে দেশীয় অস্ত্র ও কিছু মোবাইল পাওয়া যায়। এসময় তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা পাশের একটা বাসায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।

গ্রেফতারকৃত ৪ জম হলো শরীয়তপুরের রহুল আমিন(২৩),জামালপুরের আ. রশিদ(৩৫), বরিশালের ইস্রাফিল(২৮),  পটুয়াখালীর মোশারফ(৩৫)। তাদের বিরুদ্ধে দণ্ড বিধিতে ৩৯৯/৪১২ মামলা করা হয়। মামলা নং ৪। এ.এস.আই রফিকুল ইসলাম লিটন বাদি হয়ে এই মামলা করেন।   

আপনার মতামত দিন