Oplus_131072

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি :ঢাকা জেলার দোহার পৌরসভার খারাকান্দা এলাকার বাসিন্দা লেবানন প্রবাসী বানুর (৫০)পরিচয় মিলেছে। বানুর ব্যাপারে news39.net এ সংবাদ প্রচারের পর তার স্বজনেরা তাকে চিনতে পারেন এবং এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন । উল্লেখ্য বানুর সাক্ষাৎকার ভিত্তিক একটি ভিডিও দোহার উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরে আলম ঝিলু মারফত এই প্রতিবেদক এর কাছে আসে।

বৃহস্পতিবার দিবাগত রাতে সরেজমিনে জানা যায়, প্রায় ১৭ বছর পূর্বে জীবিকার তাগিদে লেবানন চলে যান উক্ত নারী। তার বাবার নাম আকালী,যিনি পেশায় রিকশাচালক ছিলেন। তিনিও মারা যান প্রায় ১৫ বছর পূর্বে। ৪ ভাইয়ের একমাত্র বোন এই বানু অবিবাহিত ছিলেন। তার পৈত্রিক বাড়িও বিক্রি হয়ে যায়।

প্রথমদিকে তার পরিবারের সাথে তার যোগাযোগ হলেও দু -এক বছর পর যোগাযোগ বন্ধ হয়ে যায়।ইতমধ্যে তার ৪ ভাইয়ের মধ্যে ৩ ভাইও মারা যান।একমাত্র জীবিত ভাই আলমগীরের পেশায় রিকশাচালক। তিনি ঢাকায় অস্থায়ীভাবে ভাড়ায় রিকশা চালান। বোন জীবিত আছেন শুনে আনন্দে কেদে ফেলেন। পরক্ষনেই তার কথায় নেমে আসে হতাশা। আক্ষেপ করে জানান,তার বোনকে ফিরিয়ে আনার সাধ্য তার নাই।

ভিডিওতে বানু জানান, তার কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। কারণ হিসাবে বলেন, সেগুলো যুদ্ধের সময় হারিয়ে গেছে। এ সময় তাকে কিছুটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। তিনি লেবাননের বাংলাদেশ দূতাবাসের আশ্রয়ে রয়েছেন। তাকে দেশে ফেরানোর জন্য দূতাবাসের কর্মকর্তারা দোহার উপজেলায় নুরে আলম ঝিলুর সাথে যোগাযোগ করেন। এছাড়াও, দূতাবাস তার জন্য মানবিক ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন।

বানুর করুণ কাহিনী স্থানীয়দের মাঝে আলোড়ন তুলেছে। অনেকেই তার সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে এই দুঃখী নারী তার স্বদেশে ফিরতে পারবেন।

আপনার মতামত দিন