প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে লন্ডনে সালমান এফ রহমান

228
সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সালমান এফ রহমান ১৫ দিনের সরকারি সফরে লন্ডনে পৌছেছেন।  শুক্রবার সকাল সাড়ে ৯ টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট যুক্তরাজ্যের উদ্দেশে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

১৫ দিনের বেশি সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরসঙ্গী হিসেবে সাথে আছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এম.পি।

সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন। এ ছাড়া তিনি বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসা নেবেন। আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত দিন