প্রধানমন্ত্রীর পাঠানো টাকা পেল নয়াবাড়ির তিন পরিবার

158
নয়াবাড়ি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা পেয়েছে দোহারের নয়বাড়ি ইউনিয়নের ৩ দিনমজুর পরিবার। নিউজ৩৯কে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।সরকারের পক্ষ থেকে ৫০ লাখ হতদরিদ্র ও কর্মহীন পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়ার কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রি টাকা পেয়েছে দোহারের এই তিনটি পরিবার।

বৃহস্পতিবার (১৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবন থেকে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে মোবাইলে টাকা পাঠিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জ্যোতি বিকাশ চন্দ্র জানান, দোহারের নয়াবাড়ি ইউনিয়নের তিনটি দিনমজুর পরিবার পৃথকভাবে তাদের বিকাশ নম্বরের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছে। আমি ওই পরিবারগুলোর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি। তিনি জানান, দোহার উপজেলায় ৮ হাজার ৮৮৫টি পরিবার এ সহায়তা পাবে।

আপনার মতামত দিন