প্রতীক বরাদ্দের আগেই গালিমপুরে ঝুলছে পোস্টার!

621
প্রতীক বরাদ্দের আগেই গালিমপুরে ঝুলছে পোষ্টার!

নবাবগঞ্জের ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আগামী ৭মে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষ হয়েছে। তফসিল অনুযায়ী ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা আছে। তবে ১৮ তারিখ রাতেই প্রতীক ব্যবহার করে পোস্টারে প্রচারণা শুরু করেছেন গালিমপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আজিজুর রহমান ভূইয়া। এমনি অভিযোগ করেছেন এলাকাবাসী।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ইউনিয়নটির জয়নগর, আন্ধারকোঠা-আগলা ব্রীজের ঢাল, নোয়াদ্দা, গালিমপুর আফা শাহ্’র মাঝার সংলগ্ন দেলোয়ারের চায়ের দোকান, বিপরীত দিকের একটি মোবাইল রিচার্জ দোকান, গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়, ইছামতি কলেজ ফটকের সামনে রশিতে ঝুলিয়ে নৌকা মার্কার পোস্টার লাগানো রয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এর কোনটি রাতে আবার কোনটি ভোরের দিকে লাগানো রয়েছে।

চায়ের দোকানী দেলোয়ার হোসেন বলেন, গত রাত থেকে আজ সকাল ৮টা পর্যন্ত দোকানে মা ছিল। মনে হয় ভোরের দিকে লাগানো হয়েছে।

এবিষয়ে গালিমপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী আজিজুর রহমান ভূইয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। আজতো প্রতিক বরাদ্দ তাই পোস্টার লাগানো হতে পারে। তারপরও আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।

অন্য খবর  মদিনায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত; আহত নবাবগঞ্জের একজন

উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান বলেন, প্রতীক বরাদ্দের আগে পোস্টার ব্যবহার নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন। বিষয়টিতে খোঁজ নেওয়া হচ্ছে।

আপনার মতামত দিন