আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা ঢাকা-১ আসনে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও সর্বদলীয় নির্বাচনী সরকারের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে প্রথম জাতীয় পার্টির প্রার্থী হয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম ও দুপুর ১ টায় আওয়ামীলীগের প্রার্থী হয়ে অ্যাডভোকেট আব্দুল মান্নান খান মনোনয়ন প্রত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় , দুপুর সাড়ে ১২ টায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের কাছে প্রথম জাতীয় পার্টির প্রার্থী হয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম ও দুপুর ১ টায় আওয়ামীলীগের প্রার্থী হয়ে অ্যাডভোকেট আব্দুল মান্নান খান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় উপজেলা নির্বাচন কমিশন শেখ মো: হাবীবুর রহমান ও উভয় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানায়, এরপর তারা দোহার উপজেলা নির্বাহী অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
এর আগে ঢাকা জেলা প্রসাসক অফিসে সালমা ইসলাম এবং রবিবার আব্দুল মান্নান খান মনোনয়ন পত্র জমা দেন।