প্রকাশিত সংবাদের প্রতিবাদ

557
দোহার উপজেলা যুবদল

নিউজ৩৯.নেট-এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন যুবদল নেতা সাজ্জাদ হোসেন হিটু। তিনি নিউজ৩৯.নেট কে বলেছেন, তিনি বিএনপি থেকে কোন সুবিধা নেন নি। বরং দলের জন্য তিনি খরচ করেছেন। বিএনপি যখন সরকারী দল থেকে বিরোধী দলে এলো তখন তিনি যুবদলে যোগ দেন আর সেক্ষেত্রে তাকে প্রেরণা জুগিয়েছেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি ও তার বোন জুবিলী আক্তার। তিনি আরো বলেন, ব্যা. নাজমুল হুদা যখন বিএনপি তে ছিলেন তখন তিনি ব্যা. হুদার সাথে রাজনীতি করেছেন। যখন বিএনপি তে তার ফিরে আসার সম্ভাবনা আর নেই তখন তিনি তার রাজনৈতিক সাহচার্য পরিত্যাগ করেছেন। আর যুবদলের পূর্বের কমিটি থানা ভিত্তিক না হয়ে শুধু একটি গ্রাম ভিত্তিক হওয়ায় অন্য কোন যুবদল নেতা-কর্মী সক্রিয় হন নি।

প্রতিবেদকের বক্তব্য: নিউজ৩৯ এর প্রতিবেদকের ভাষ্য সাক্ষাৎকার ভিত্তিক তথ্য অনুসন্ধানী সংবাদের মাধ্যমে সংবাদটি করা হয়েছে। বিগত কমিটি নিস্ক্রিয়তার অভিযোগেই কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। আর জনাব সাজ্জাদ হোসেন হিটু এর ব্যাপারে অনেকের অভিযোগের কথা বলা হয়েছে।

আপনার মতামত দিন