মে উঠেছে প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নারিশা বাজার বণিক সমিতি নির্বাচন, চলছে প্রচারণা। ১০ মে’র ভোটকে সামনে রেখে প্রার্থীরা ব্যাবসায়ী ভোটারদের দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। এর মধ্যে প্রাধান্য পাচ্ছে নদী ভাঙ্গন থেকে বাজার রক্ষা, বাজার রেজিস্ট্রেশন, অফিস প্রতিষ্ঠা, গভীর নলকূপ ও টয়লেট স্থাপন সহ নানা বিষয়। পোস্টারে-ব্যানারে ছেয়ে গেছে পুরো নারিশা বাজার।
১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে সভাপতি পদে পার্থী ৪ জন, তারা হলেন, সাবেক সভাপতি ইব্রাহিম মৃধা-দোয়াত কলম মার্কা, মঞ্জু মোল্লা- ছাতা মার্কা, ওহাব মোল্লা- দেয়াল ঘরি মার্কা ও ইসহাক খান- চেয়ার মার্কা।
সাধারণ সম্পাদক পদের জন্য লড়বেন ২ জন। এরা হলেন শেখ শাহীন- আম মার্কা ও শামীম আহমেদ বাবু- আনারস মার্কা। ১১ পদের মধ্যে ৭ টি পদে পার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৪ টি পদের জন্য লড়ছেন ১২ জন প্রার্থী।
নির্বাচন পরিচালনায প্রধান হিসেবে আছেন নারিশা ইউপি চেয়ারম্যান ডা. আবুল কালাম। সহকারী হিসেবে আরো আছেন রজ্জব আলী মোল্লা ও জিকু মেম্বার সহ কয়েকজন।
মৃতপ্রায় এই ঐতিহ্যবাহী বাজারে ভোটার আছেন ৩১৩ জন। নির্বাচন নিয়ে ব্যাবসায়ীদের মাঝে দারুন উৎসাহ দেখা গেছে।