প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগ পত্র

151
প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগ পত্র

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগে বাধ্য হয়েছেন দীর্ঘ ১৫ বছর শাসন করা শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে গেছেন। ভারতে পালিয়ে যাওয়ার পর খোদ শেখ হাসিনা এক বার্তায় দাবি করেছেন যে, তিনি পদত্যাগ করেননি। তার ছেলে সজিব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করেছেন যে, তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি।

মা-ছেলের এমন দাবিতে বিশ্বজুড়ে নানান সমালোচনার সৃষ্টি হয়। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। তবে অবশেষে পাওয়া গেল শেখ হাসিনার পদত্যাগের চিঠি।

শেখ হাসিনার পদত্যাগ পত্রগত ৫ আগস্ট রাষ্ট্রপতি বরাবর পাঠানো চিঠিতে শেখ হাসিনা বলেছেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে, যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে।

পদত্যাগ পত্রে তিনি আরও বলেন, গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে, এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি, আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে।
এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে, তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি।

অন্য খবর  ঢাকার গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

জানা যায়, গত ৫ আগস্ট পদত্যাগ পত্র প্রদানের পরপরই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।

আপনার মতামত দিন