পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে দোহার থানার বর্ণাঢ্য শোভাযাত্রা

 ‘সেবাই পুলিশের ধর্ম। পুলিশকে সহায়তা করুন, সেবা নিন।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় পুলিশ সেবা সপ্তাহ শুরু করেছে দোহার থানা পুলিশ। এই সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার সকাল ১১টায়  দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে থানার প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় থানা কার্যালয়ে ফিরে এসে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন পেশাজীবির মানুষ অংশগ্রহণ করেন। এই সময় দোহার উপজেলা প্রেসক্লাব, আওয়ামী লীগ নেতা কর্মীরা শোভা যাত্রায় অংশ নেন।

আপনার মতামত দিন
error: Content is protected !!