ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরায় আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পূর্বপাড়া মাদকবিরোধী সামাজিক সংগঠন আয়োজিত ব্যাডমিন্টন টূর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন। ফাইনাল খেলা উদ্ভোধন করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন। পুরাতন বান্দুরা গ্রামীণ টাওয়ার সংলগ্ন মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য পনিরুজ্জামান তরুন বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে খেলাধুলা। তাই যুবকদের মাঠে এসে খেলাধুলা করতে হবে। খারাপ ছেলেদের সাথে মিশে মাদক সেবন করলে নিজের পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হবে। বঙ্গবন্ধুর আর্দশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেশপ্রেমিক হয়ে দেশের মানুষকে ভালোবাসতে হবে। খেলায় নবাবগঞ্জ উপজেলার আলামিন একাদশ ৪৫-২২ পয়েন্টে দোহারের মৈনট দরবার শরীফ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
সংগঠনের সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে সভা পরিচালিত হয়। খেলায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এসএম সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা- আমির হাসেন রশিদ, আমির হোসেন কুটি, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, সংগঠনের সভাপতি হারুন অর-রশিদ, সাধারণ সম্পাদক স্বপন বেপারি প্রমূখ।