নিউজ৩৯; শেখ আব্দুর রাহিমঃ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক)নাম ব্যবহার করে প্রতারণার দায়ে নবাবগঞ্জে ২ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, নবাবগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নাম ব্যবহার করে ছোট ছোট পোস্টার তৈরি করে, মিথ্যা পরিচয় দিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে তাঁত শিল্প পণ্য মেলা-২০২২ এ স্টল বরাদ্দের নামে বিভিন্ন লোক ও ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেন।
এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. মোবাশ্বিরা হাবিব খানের সার্বিক পরিকল্পনায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্য মো. রোকন উদ্দিন (৫২) ও হৃদয়কে (২২) গ্রেফতার করে।
এ সময় আসামিরা অভিযোগ স্বীকার করেন। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা হয়েছে।
আপনার মতামত দিন