গত ৩০ আগষ্ট শুক্রবার নবাবগঞ্জ উপজেলার স্টাফ কোয়াটারের পুকুর থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ পুলিশ।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক ইশতিয়াক রাসেল জানান, শুক্রবার সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলার স্টাফ কোয়াটারের পুকুরে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ ভেঁসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে সূরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
তিনি আরো জানান, মৃতদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আপনার মতামত দিন