পালামগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় প্রান গেল বৃদ্ধার

251

ঢাকা জেলার দোহার উপজেলার পালামগঞ্জ বেপরোয়া পিকআপের কারনে প্রান গেল বৃদ্ধার। এলাকায় মঙ্গলবার দুপুরে পিকআপ ভ্যানের চাপায় মালতী রানী দাস (৬০) নামের এই বৃদ্ধা নিহত হয়েছে। মালতী রানী দাস উপজেলার পালামগঞ্জ পাটনিবাড়ি এলাকার মৃত মহেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মালতী রানী দাস বাড়ির পাশে রাস্তার ধারে গাছের পাতা ঝাড়– দিচ্ছেলেন। এমনসময় একটি পিকআপ ও অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। পিকআপটি ছিটকে গিয়ে মালতীর উপর পড়ে।  স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। ঘটনার পর গাড়ি চালককে আটক ও পিকআপটি জব্দ করেছে পুলিশ।

আপনার মতামত দিন