পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন দোহারের ৫ জন

277

Best quality replica watches uk is swiss watch brands 1:1 fake watches, high-quality swiss movement.

শরিফ হাসান; দোহার (ঢাকা) প্রতিনিধি : সহকারী পাবলিক প্রসিকিউটর পদে ৬৬৯ জনের মধ্যে নিয়োগ পেলেন দোহারের অতিকুর রহমান সোহান। এছাড়াও, দোহারের আরও যারা নিয়োগ পেয়েছেন, তারা হলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আবু তালেব শিকদার, স্পেশাল পিপি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত জিপি এডভোকেট ইউনুস আলী রানা, এডভোকেট গাজী মোঃ শহীদ।

সদ্য পিপি হওয়ায়, এক প্রতিক্রিয়ায়, অতিকুর রহমান সোহান বলেন, আমি দোহার ও নবাবগঞ্জ এর সন্তান আমি দোহার ও নবাবগঞ্জ মানুষের জন্য সর্বাত্মক সহযোগিতা করবো। বিগত দিনেও যেমন তাদের পাশে ছিলাম এখনো থাকবো।

উল্লেখ্য, গতকাল ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, বিভাগীয় বিশেষ জজ আদালত, পরিবেশ আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও ম্যাজিস্ট্রেট আদালতে মোট ৬৬৯ জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে জিপি-পিপি নিয়োগের কাজ শেষ করার চেষ্টা করার কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আপনার মতামত দিন