পানিতে ডুবে কাঁঠালিঘাটায় এক শিশুর মৃত্যু

232

মোঃ মামুন ♦ বৃহঃস্পতিবার  দুপুরে কাঁঠালঘাটায় পানিতে ডুবে রোহান(১০) নামক এক শিশুর  মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, রোহান(১০) তার খালাত ভাই তুষার(২২) এর সাথে দুপুরে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

গতকাল দুপুরে তুষার(২২) তার খালাত ভাই রোহান(১০) কে গোসল করিয়ে খালপার বালুঘাটা সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে বলে, তুষার গোসল শেষে দেখে রোহান(১০) সিঁড়িতে নেই। তুষার ভেবেছিল রোহান হয়তো বাড়ি  চলে গেছে …,… কিন্তু না … বাড়িতেও তাকে পাওয়া না গেলে শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে দুপুর ১২ টার দিকে খালপার বালুঘাটা নদী থেকে রোহানকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায় রোহান(১০) আর নেই।  

রোহান(১০) তার  মার সাথে গত দুই দিন আগে  ঢাকা থেকে তার খালার বাসা কাঁঠালিঘাটা বেড়াতে আসে। রোহানের বাবার নাম পরোয়ার(৪০) । বর্তমানে তিনি সৌদি আরবে আছেন। বাবা-মার  এক মাত্র সন্তান ছিল রোহান।

আপনার মতামত দিন