বাহ্রা ঘাট থেকে দুই হাজার পাখি উদ্ধার

281

স্টাফ রিপোর্টার ♦ বৃহস্পতিবার সকালে দোহার থানার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাট থেকে দোহার থানা পুলিশ প্রায় ২০০০ বিক্রি নিষিদ্ধ পাখি আটক করেছে। সকাল ১০.৩০ মিনিটের দিকে এসআই আজাদের নেতৃত্বে একটা দল এই পাখি আটক করে।

জানা গেছে পদ্মা চর থেকে ধরে আনা এই সব পাখি নিয়ে দুই জন লোক পাখি নিয়ে বাহ্রাঘাটে এসে উপস্থিত হলে স্থানীয় লোকজন তাদের আটক করে দোহার থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাখি গুলো উদ্ধার করে। অজ্ঞাত কারন বসত পুলিশ কাউকে গ্রেফতার করে নি।

অভিযোগ পাওয়া যায় নয়াবাড়ি ইউনিয়নের এক মেম্বারের হস্তক্ষেপে পুলিশ কাউকে আটক করতে পারে নি। উদ্ধারকৃত পাখিগুলো পরে দোহার থানায় নিয়ে এসে ছেড়ে দেয়া হয়।

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash2/150105_406959909334919_100000627401224_1309267_545261847_n.jpg

উদ্ধার কৃত পাখি

আপনার মতামত দিন