পরিবেশ রক্ষায়, দুর্নীতি দমনে ও মানবতার বার্তা নিয়ে ৫ রোভার স্কাউটের পরিভ্রমণ

6
পরিবেশ রক্ষায়, দুর্নীতি দমনে ও মানবতার বার্তা নিয়ে ৫ রোভার স্কাউটের পরিভ্রমণ

স্টাফ রিপোটারঃ বাংলাদেশের বিভিন্ন স্কাউট ইউনিটের পাঁচ জন রোভার স্কাউট দেড়শ কিলোমিটার দীর্ঘ একটি দুঃসাহসিক ও শিক্ষামূলক পরিভ্রমণে অংশগ্রহণ করেছেন। এ যাত্রা শুধুমাত্র শারীরিক ও মানসিক সক্ষমতার পরীক্ষাই নয়, বরং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার একটি উল্লেখযোগ্য উদ্যোগ।

২০শে ডিসেম্বর সকাল আটটা বাজে চট্টগ্রাম কলেজ থেকে রোভার গন গন্তব্য হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং প্রথম দিনের গন্তব্য ছিল চট্টগ্রাম কলেজ থেকে গাছবাড়িয়া কলেজ।

পরিভ্রমণকারী রোভারদের নাম ও ইউনিট হচ্ছে,স্বাধীন বাংলা ওপেন স্কাউট গ্রুপে রোভার সাগর,রোভার মো. শাহরিয়ার হোসেন ইমন,বিইউএফটি রোভার স্কাউট গ্রুপের রোভার মোঃ মনিরুল ইসলাম, ট্রুপ ২১ ওপেন স্কাউট গ্রুপের রোভার শেখ মাশরাফী –ঢাকা। কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মোঃ ফারদিন হোসাইন চৌধুরী –চট্টগ্রাম।

এ পরিভ্রমণের মূল লক্ষ্য পরিবেশ সচেতনতা বৃদ্ধি, মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠন করা। তারা তাদের যাত্রাপথে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে নিচের পাঁচটি গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়েছেন:

১.”প্লাস্টিক দূষণ বন্ধ করুন, পরিবেশকে রক্ষা করুন”

২.”ধর্ম যার যার, মানবতা সবার”

অন্য খবর  জয়পাড়া কলেজে রোভার স্কাউট ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

৩.”সততার জয় হোক, দুর্নীতি দূর হোক”

৪.”গাছ লাগান, পরিবেশ বাঁচান”

৫.”তারুণ্যের ভাবনা: সাম্প্রদায়িকতা আর না”

পরিভ্রমণের উদ্দেশ্যে ছিলো,রোভার স্কাউটরা তাদের যাত্রার মাধ্যমে স্থানীয় জনগণের কাছে পরিবেশ রক্ষা, মানবতার প্রচার এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের বার্তা পৌঁছে দিচ্ছেন। তারা প্রতিটি বার্তায় সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরছেন।এই পরিভ্রমণ কেবল রোভার স্কাউটদের মানসিক এবং শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং তরুণ সমাজকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করে। এ ধরনের উদ্যোগ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্কাউট আন্দোলনের ইতিবাচক প্রভাব প্রদর্শন করে।

স্বাধীন বাংলা ওপেন স্কাউট গ্রুপের পক্ষথেকে জানান,এই পাঁচ রোভার স্কাউটের উদ্যোগ একটি উদাহরণ হিসেবে কাজ করবে, যা ভবিষ্যতের রোভার স্কাউটদের পরিবেশ ও সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করবে।

আপনার মতামত দিন