পরিবহনের চাঁদাবাজি রুখতে দোহার থানা পুলিশের জরুরী সভা।

246

দোহারে উপজেলার পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে আজ (৯জুন) এক জরুরী সভা করেছে দোহার থানা পুলিশ প্রশাসন।

মঙ্গলবার বেলা ১২ টায় দোহার থানা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দোহার থানা ভারপ্রার্প্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনের। দোহার উপজেলার পরিবহন মালিক ও নেতৃবিন্দদের সাথে দোহারে পরিবহনে চাঁদাবাজি বন্ধে ও করোনা ভাইরাস মোকাবিলায় বিশেষ সতর্কতা এবং যাত্রীদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে পরিচালনা করতে বিশেষ তাগিদ দেওয়া হয় এই সভায়।

উল্লেখ্যযগ্য ঢাকা জেলা পুলিশের আওতাধীন থানা এলাকাগুলোর মহাসড়ক, আন্ত:সড়ক ও বিভিন্ন স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ড.বেনজির আহমেদ(বিপিএম,বার) মহোদয়ের নির্দেশে ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান(বিপিএম,বার) সাহেবের পরোক্ষ সহযোগিতায় ও পুলিশ সুপার মো.মারুফ হোসেন সরদার (বিপিএম,পিপিএম,বার) নির্দেশমতে ইতোমধ্যে ঢাকা জেলার প্রতিটি থানায় চাঁদাবাজি বন্ধে নির্দেশ দেয়া হয়েছে। আর এরি ধারাবাহিকতায় আজ দোহার থানায় অডিটোরিয়ামে এক জরুরী সভার আয়োজন করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন (ওসি) বলেনঃ করোনা ভাইরাস বাংলাদেশে আছে। তবুও সরকার গণপরিবহন চালু করার সিদ্ধান্ত গ্রহন করেছে। সেই ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। যাত্রি পরিবহনের পূর্বে গাড়িতে স্যানিটাইজার বা জীবাণুনাশ স্প্রে ছিটাতে হবে। যাত্রিদেরকে নামিয়ে আবারও স্যানিটাইজার বা জীবাণুনাশ স্প্রে ছিটিয়ে গাড়ি জীবানুমুক্ত করতে হবে। রাস্তায় বা কোন স্থানে চাঁদাবাজি ঘটনা ঘটলে পুলিশের লোকেরা বিষয়টি তদারকি করবে সে ক্ষেত্রে যুদি কোন পুলিশ এরসাথে জারিত থাকে বা অন্য কেউ সে সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইগত ব্যাবস্থা নেওয়া হবে। পাশাপশি পরিবহন মালিক গ্রুপের নেতা ও শ্রমিক নেতাদের বিষয়টি তদারকির আহবান জানান তিনি।

অন্য খবর  দোহারে সংঘবদ্ধ ডাকাত দলের ৮ ডাকাত গ্রেপ্তার

এ সময়ে উপস্থিত ছিলেন দোহার থানার ওসি(তদন্ত) কর্মকর্তা মো.আরাফাত রহমান,জয়পাড়া পরিবহনের সভাপতি আলমাছ উদ্দিন,নগর পরিবহনের সভাপতি জহির উদ্দিন,আরাম পরিবহন পরিচালনা কমিটির সদস্য মির্জা আজম,ডিএনকে পরিবহনের সভাপতি হাবিবুর রহমান হাবিব,আরাম পরিবহনের শ্রমিকনেতা জামাল হোসেন,শ্রমিকনেতা আব্দুর রশিদ,দোহার প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুর রহমান টিপু ও দোহার থানার অন্য অন্য সাংবাদিকবৃন্দরা।

আপনার মতামত দিন