পদ্মা সরকারি কলেজের অধ্যাপক মুজাহিদুল ইসলাম ইন্তেকাল

170

নিউজ৩৯ঃ চাকুরী থেকে পূর্ণকালীন অবসরের পূর্বে জীবন থেকে অবসর নিলেন পদ্মা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান, কলেজের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিক্ষক সহযোগী অধ্যাপক মুজাহিদুল ইসলাম মর্তুজা। মংগলবার দুপুরে ১২টায় রক্ত শূন্যতা জনিত অসুস্থতার কারণে ৫৯ বছরে তিনি মৃত্যবরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আজ আসরের নামাযের পর পদ্মা সরকারি কলেজ মাঠে তার নামাযের জানাযা অনুষ্ঠিত হবে। তার মৃত্যু পদ্মা কলেজসহ দোহারের শিক্ষাংগনে শোকের ছায়া নেমে এসেছে। ইতঃপূর্বে রোযার ঈদের সময় গুরুতর অসুস্থ অবস্থায়, তিনি মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এই মাসেই একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করেছিলেন হয়তো জীবনদশায় জাতীয়করণের সুযোগ সুবিধা পাবেন না। তার সে আশংকা আজ সত্য পরিণত হয়েছে।
বহু শিক্ষার্থীদের স্বপ্নের বাস্তবায়নের উদ্দেশ্যে একটি অন্ধকারাচ্ছন্ন জনপদকে আলোকিত করতে, জীবনে নিজ এলাকার প্রতি ভালোবাসা ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী চলে আসেন সদ্য প্রতিষ্ঠিত পদ্মা কলেজে। তিনি পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক।

আপনার মতামত দিন