৪৫০ কোটি টাকার পদ্মা বাঁধ প্রকল্প

301

পরিবেশ অধিদপ্তরে পদ্মার ভাঙ্গন রোধে ৪৫০ কোটি টাকার বাধের প্রকল্প পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন দোহার উপজেলার প্রধান প্রকৌশলী খান মুহাম্মদ ফরহাদ হুসেইন। নিউজ৩৯ কে তিনি ব্যাপারটি নিশ্চিত করেছেন।

পদ্মার ভাঙ্গনের কবলে পড়ে একে একে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেকগুলো ঐতিহ্যবাহি অঞ্চল। গৃহহীন হয়েছে কয়েক হাজার মানুষ। এই ভাংগনের হাত থেকে রক্ষার জন্য বাধ এই অঞ্চলের মানুষের প্রানের দাবি। এর আগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও পানি সম্পদ প্রতিমন্ত্রী বাধের কথা বললেও তা দেখেনি বাস্তবায়নের মুখ।

এবার এই বাধের জন্য কাজ করে যাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য সালমা ইসলাম। সংসদ সদস্যের অন্যতম প্রধান এই অঙ্গীকার ছিল এটি। সেই ধারাবাহিকতায় বাধের প্রকল্প এখন পরিবেশ অধিদপ্তরে। স্থানীয় জনসাধারনের আশা অতি দ্রুত বাধের কাজ শুরু করে সালমা ইসলাম তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করবেন।

আপনার মতামত দিন