পদ্মা কলেজ, ডিএন কলেজের শিক্ষকদের আত্তীকরন প্রস্তাব

744
 উপাধ্যক্ষ মো জালাল হোসেন কর্তৃক পদ্মা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর দায়িত্বভার গ্রহণ

দোহারের পদ্মা কলেজ, নবাবগঞ্জের ডিএন কলেজ, কেরানীগঞ্জের ইস্পাহানী ডিগ্রি কলেজসহ সরকারিকৃত ২০ কলেজের শিক্ষক কর্মচারীদের আত্তীকরণের লক্ষ্যে পদসৃজনের প্রস্তাব চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুধবার (১৩ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, সরকারিকৃত কলেজগুলোর পদসৃজনের লক্ষ্যে প্রকাশিত ৩টি ছক পূরণ করে আগামী ১৮ মার্চের মধ্যে পদসৃজনের প্রস্তাব শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

জেলা সদরের কলেজের ক্ষেত্রে জেলা প্রশাসক বা তাঁর প্রতিনিধি আর উপজেলায় অবস্থিত কলেজের ক্ষেত্রে ইউএনও এবং কলেজ অধ্যক্ষের যৌথ স্বাক্ষরে পদসৃজনের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

আপনার মতামত দিন