পদ্মা কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

522
পদ্মা কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্যদিয়ে পদ্মা কলেজ উদযাপন করেছে ৪৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা: এ আর খান বলেন- ”দেশ স্বাধীনতা না পেলে আমরা পদ্মা কলেজ পেতাম না, বাংলাদেশ ক্রিকেট টিমের বিজয়ের আনন্দে যেমন আমরা সবাই এক হয়ে যাই ঠিক তেমনি দেশের স্বাধীনতার প্রশ্নে আমরা কাঁধে কাঁধ মিলাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড: খান মোহাম্মদ আব্দুল মান্নান, আই জি আর বাংলাদেশ এবং পদ্মা কলেজের গভর্নিং বডির সদস্য এডভোকেট আজিজুর রহমান বাবুল, ডা: আব্দুর রহমান পাখিসহ অন্যান্য প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এমারত হোসেন ইমরান এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক ইদ্রিস আলী।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো: মজিবুল হায়দার উপস্থিত সবাইকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ছাত্র-ছাত্রীদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ এবং মহান স্বাধীনতা দিবসের চেতনা বুকে ধারণ করার আহবান জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।

আপনার মতামত দিন