পদ্মা কলেজে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

248

ঐতিহ্যবাহী পদ্মা কলেজে প্রতিবছরের ন্যায় এবারো বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সকাল ৯ টায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এ সময় সকল বীর শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর কলেজের হল রুমে শহিদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

একই মঞ্চে সকাল ১১:৩০ মিনিটে পদ্মা কলেজ সাংস্কৃতিক গ্রুপ ও রোভার স্কাউট এর সৌজন্যে জাঁকালো সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব আলমগীর হোসেনের সঞ্চালনায় মোট চারটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জালাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. খান মো. আব্দুল মান্নান, আই. জি. আর. বাংলাদেশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব ডাঃ আব্দুর রহমান পাখি, জনাব অ্যাডভোকেট আজিজুর রহমান বাবুল, জনাব এম এ রহিম, জনাব জাহাঙ্গীর আলম আখন্দ, কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ সম্পাদক গিয়াস উদ্দিন সোহাগ এবং কলেজের শিক্ষার্থীবৃন্দ।

আপনার মতামত দিন