পদ্মা কলেজের শোকবার্তা

1882

পদ্মা কলেজের অধ্যক্ষ জালাল হোসেন এক শোকবার্তায় পদ্মা কলেজ পরিবারের পক্ষ থেকে কলেজের গভর্ণিং বডি’র মেম্বার ও বাংলাদেশ ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট আজিজুল ইসলাম বাবুলের মাতা ও রত্নগর্ভা রোকেয়া বেগমের(৭৬) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার  তিনি ইবনে সিনা হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও ৪ কণ্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

শোকবার্তায় পদ্মা কলেজের অধ্যক্ষ জালাল হোসেন বলেন, একজন রত্নাগর্ভা মা দোহারবাসীকে স্ব স ক্ষেত্রে প্রতিষ্ঠিত সন্তান জন্ম দিয়েছেন। তার জীবনাবসানের সংবাদ পেয়ে আমরা অত্যন্ত শোকাহত। দোহারবাসী আজ এক মহান অভিভাবককে হারালো। তাঁর মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হলো, সেটি নিঃসন্দেহে অপূরণীয়।

আপনার মতামত দিন